বিশেষ প্রতিনিধিঃচট্টগ্রাম আনোয়ারায় ভয়াবহ সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ৩জন নিহত।আহত হয়েছে আরও ২জন। সূত্র জানায় চট্টগ্রাম শহর হইতে বাঁশখালীতে যাওয়ার পথে ১৭ অক্টোবর বিকাল ৩টার সময় আনোয়ারা থানার অন্তর্গত শশী কমিউনিটি সেন্টারের পার্শ্ববতী চট্টগ্রাম-বাঁশখালী
প্রধান সড়কে এ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ হয়ে চট্টগ্রাম বাঁশখালী থানার ১২ নং ছনুয়া ইউনিয়নের,৩নং ওয়ার্ড়ের আজগর পাড়ার একই পরিবারের ৩ জন নিহত ও দুই জন গুরুতর আহত হয়েছে।নিহতরা হলেন ছনুয়া আজগর পাড়ার (১) মুফিজুর রহমান,প্রকাশ নাছিরের বাবা(৭০) পিতাঃ মৃত খলিলুর রহমান(২)মুফিজুর রহমানের পুত্র বধু(কামালের স্ত্রী) জয়নাব বেগম (২৮)পিতাঃ মোহাম্মদ নুরুন নবী ও (৩) মফিজুর রহমানের পুত্র বধু (সাহাব উদ্দিনের স্ত্রী) বুলবুল আক্তার (২৪) পিতাঃমৃত আয়ুব আলী, (হাকিম জানি বর পাড়া)।আহতরা হলেন (১)মোহাম্মদ নিজাম উদ্দিন পিতা মুফিজুর রহমান (২) মোহাম্মদ সাহাব উদ্দিন পিতা মুফিজুর রহমান।
একই পরিবারের এমন ভয়াবহ দূর্ঘটনায় বাঁশখালীর ছনুয়ায় বইছে শোকের ছায়া। সূত্র জানায় আগামীকাল সকাল ১১টায় স্হানীয় জামে মসজিদের মাঠে নিহতদের নামাজে জানাজা হওয়ার সিদ্ধান্ত হয়েছে।