বিশেষ প্রতিনিধিঃকরোনা উপসর্গে ১০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত এক বৃদ্ধ কয়েদির মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত কয়েদির নাম আমিনুল হক (৮০)। তবে তিনি কোন মামলায় কারাদণ্ড পেয়েছিলেন তা এখনো জানা যায়নি।
চলতি বছরের ২ মার্চ থেকে ২০০৪ সালের দায়ের হওয়া একটি মামলায় তিনি মিরসরাই পুলিশের হাতে গ্রেফতার হয়ে কারাগারে যান। এরপর থেকেই কারাভোগ করছিলেন মিরসরাই উপজেলার কাঁটাছড়া এলাকার আছান উল্ল্যাহর ছেলে আমিনুল হক।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. কামাল হোসেন।
তিনি বলেন, বৃদ্ধ আমিনুল হক গত ২ মার্চ কারাগারে আসার পর থেকে অসুস্থ ছিলেন। গত ১৮ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত চারদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ফের ৮ জুন অসুস্থ হয়ে পড়লে তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়। গত সোমবার (৮ জুন) করোনা উপসর্গে ছয়দিন চিকিৎসাধীন থেকে শনিবার সকালে মৃত্যুবরণ করেন।