চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী চট্টগ্রাম জেলার পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুন) আইন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে এ নিয়োগ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে। প্রজ্ঞাপনের বিষয়টি নিশ্চিত করেছেন ইফতেখার সাইমুল চৌধুরী।
উল্লেখ্য, গত ১৬ জুন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি আ ক ম সিরাজুল ইসলাম মারা যান। এরপর থেকে পাবলিক প্রসিকিউটর (পিপি) পদটি শূন্য হয়ে পড়ে।
প্রজ্ঞাপনের মধ্যে দিয়ে তাঁর অবস্থানে সরকার নতুন পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেয়।
Discussion about this post