সারাদেশে নিরাপদ সড়কের দাবীতে আন্দোলনরত শিক্ষার্থীদের ৯দফা দাবির পাশাপাশি চট্টগ্রামের শিক্ষার্থীদের আরো কিছু দাবী বাস্তবায়নের আশ্বাস পেয়ে সোমবার থেকে ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছেন বিক্ষোভে নামা চট্টগ্রামের শিক্ষার্থীরা।
রবিবার চট্টগ্রাম জেলা প্রশাসক ইলিয়াস হোসেনের সঙ্গে ছাত্ররা বৈঠকে মিলিত হয়ে ০৯ দফার সঙ্গে চট্টগ্রামের জন্য কিছু দাবি-দাওয়া উপস্থাপন করে। জেলা প্রশাসক দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে সোমবার থেকে ক্লাসে ফেরার সিদ্ধান্ত জানিয়ে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এসময় জেলা প্রশাসকের কাছে চট্টগ্রামের ৬টা সরকারী কলেজে বাসের দাবী করে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেওয়ার কথা জানায় উপস্থিত শিক্ষার্থীরা। জেলা প্রশাসক ইলিয়াস হোসেন নগরীতে বিআরটিসি বাস বৃদ্ধি করা হবে বলে জানান। এছাড়া শিক্ষার্থীরা দাবির প্রেক্ষিতে প্রতিটি স্কুল কলেজের সামনে স্পিড ব্রেকার ও ট্রাফিক পুলিশ দেয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকরে পরিবহন মালিকদের সাথে আলোচনা করার কথা জানিয়ে হানিফ পরিবহন কর্তৃক পায়েল হত্যাকাণ্ডে বিচারে সহায়তা করারও আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। এছাড়া যেসব শিক্ষার্থী ট্রাফিক নিয়ন্ত্রনে কাজ করতে চাইবে তাদের রোভার স্কাউটিংয়ের মাধ্যমে সেচ্ছাসেবী হতে পারবে বলেও জানান জেলা প্রশাসক ইলিয়াস হোসেন।
জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী প্রতিনিধিরা ও ছাত্রলীগ নেতারা উপস্থিত ছিলেন।
Discussion about this post