নগরীর সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ৪১ টি ওয়ার্ডে সর্বস্তরের জনগনের মতামতের ভিত্তিতে ঐতিহাসিক লালদিঘীর মাঠে বৃহত্তর সমাবেশের মধ্য দিয়ে সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক বিরোধী কঠোর অবস্থান গ্রহন করা হবে। চট্টগ্রাম নগরীকে সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক থেকে মুক্ত করার লক্ষ্যে যে কোন ঝুঁকি গ্রহন করা হবে। এ লক্ষ্যে পুলিশ জনতার ঐক্যবদ্ধ ও আন্তরিক প্রয়াস প্রয়োজন। মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, সন্ত্রাস, জঙ্গীবাদে জড়িতদের সহ মাদকসেবী ও বিক্রেতাদের সামাজিকভাবে বয়কট করে তাদেরকে এ ধরনের অপতৎপরতা থেকে নিভৃত করতে হবে। সে লক্ষ্যে নগরীর প্রতিটি ওয়ার্ডে সকল রাজনৈতিক দল, সামাজিক ও পেশাজীবি সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে কমিটি গঠন করা হবে। সন্ত্রাস,জঙ্গীবাদ ও মাদকমুক্ত নগরী গড়ার লক্ষ্যে গনমাধ্যম,রাজনৈতিক দল, সামাজিক ও পেশাজীবি সংগঠন সকলের মতামত আমলে আনা হবে। ১৯ ফেব্রুয়ারি সকালে নগরীর ৩৩ নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ড কার্যালয়ে সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির ভাষনে মেয়র এসব সিদ্ধান্তের কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন ৩৩ নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হাসান মুরাদ বিপ্লব। আরো জানা য়ার গত১৭ ফেব্রুয়ারি ৩৩ ওয়ার্ড এয়াকুব নগরে প্রগতি সংঘের সদস্য মাদক ব্যবসায়ীদের বিরোধী বিভিন্ন কর্মসূচি পালন ও প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হইয়ে মাদক ব্যবসায়ী রিনা,রুবি,মিনু গং,নেতৃত্বে সকাল সাড়ে দশ দিকে। মো:নুরুল আমিনের উপর অতর্কিতভাবে হামলা চালানো হয়।নুরুল আমিন মার্তকভাবে আহত হন।১৭/০২/১৮ইং সন্ধ্যা আহত নুরুল আমিন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়াল করেন এতে নয় জনে নাম উল্যোখ করা হয়। ১নুরু( ৪০),পিতা অজ্ঞাত, ২ রাসেল (২৭) পিতা মৃত ফজল আলি,৩ রিনা(৩৫), মুসা (২৩),পিতা ঐ, উজ্জল (২৫), পিতা জহির আলি,বাবুল (২১) পতা অজ্ঞাত, রুবি (৩৭) স্বামী নরু,মিনু (৩৮) পিতা মৃত ফজল আলি, জসিম (২২) পিতি অজ্ঞাত, । এলাকাবাসী প্রগতি সংঘের মিলে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গন স্মাক্ষর নিয়ে ১৯/০২/১৮/ফেব্রুয়ারি সকালে চট্রগ্রাম মাননীয় মেয়র কাছে মাদক ব্যবসায়ীদের বিরুদে আইনগত ব্যবস্হা গ্রহণের জন্য আবেদন জানান এলাকাবাসী। এতে বিশেষ অতিথি ছিলেন নগর বাইশ মহল্লা সর্দার কমিটির সভাপতি মোহাম্মদ ইউসুফ সর্দার, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আইন শৃংখলা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি কাউান্সিলর এইচ এম সোহেল, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মিসেস লুৎফুন্নেসা দোভাস বেবী, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিসেস আফিয়া আখতার, স্পেশাল ম্যাজিষ্ট্রেট যুগ্ম জেলা জজ মিসেস জাহানারা ফেরদৌস। সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক বিরোধী সমাবেশে মতামত ব্যক্ত করেন স্থানীয় আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিকুল হোসেন বাচ্চু, কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ জাহেদুল কবির, স্থানীয় সমাজ সেবক আবদুল হালিম দোভাষ, শিক্ষাবিদ শাহাদাত হোসেন, সমাজ সেবক হাজী জাহাঙ্গীর আলম, আবদুল মাবুদ দোভাস, মঞ্জুর মোরশেদ, মো. তারেক সর্দার যুব সমাজের প্রতিনিধি জিয়াউদ্দিন শরিফ মিজান, খোরশেদ আলম রহমান, ছাত্র সমাজের প্রতিনিধি সাফাদ বিন আমিন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সাবেক ছাত্রনেতা সাইফুদ্দিন আহমেদ। এছাড়াও বিভিন্ন শ্রেনী ও পেশাজীবিদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী নাছির আহমদ, হাজী ইমরান কাদের, আবদুল হাই, গোলাম কিবরিয়া, মোসলেহ উদ্দিন দিদার, অধ্যক্ষ জহুরুল ইসলাম, অধ্যক্ষ নুরুল আমিন, আয়শা পারভিন, নিলুফার ইয়াসমিন, সাবিনা কাইয়ুম, জাহাঙ্গীর আলম, অসিউর রহমান, অনিন্দ দেব ও আবু তৈয়ব মিজান সহ বিভিন্ন শ্রেনী ও পেশার প্রতিনিধিবৃন্দ।