৭১ বাংলাদেশ প্রতিনিধিঃ চট্টগ্রাম নগরীর ফয়ে’স লেকে আনসারের হামলার শিকার হয়েছেন দুই টিভি সাংবাদিক। শুক্রবার (৩ জানুয়ারি) এই হামলার শিকার হন তারা। এরা হলেন, যমুনা টেলিভিশনের রিপোর্টার আসহাবুর রহমান শোয়েব ও ক্যামেরা পারসন সঞ্জয় মল্লিক।
জানা গেছে, পেশাগত দায়িত্ব পালন করতে নগরের খুলশী থানাধীন ফয়’স লেকে যান তারা। এসময় ফয়’স লেকের ভেতরে নিজস্ব গাড়ি নিয়ে প্রবেশ করতে গেলে একজন আনসার গতিরোধ করেন। পরে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে গাড়ি নিয়ে লেকের ভেতরে প্রবেশ করলে ক্ষিপ্ত হন দায়িত্বরত আনসার দলের আরেক এক সদস্য। কোনো রকমের উছিলা না পেয়ে আকস্মিকভাবে টিভি’র দুই সাংবাদিকের সাথে খারপ আচরণ শুরু করেন। এক পর্যায়ে দায়িত্বরত আরেক আনসার সদস্য এসে দুই সাংবাদিকের উপর হামলা চালান।
যমুনা টিভির রিপোর্টার আসহাবুর রহমান শোয়েব ও ক্যামেরা পারসন সঞ্জয় মল্লিক হামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
শুক্রবার সকালে ফয়’স লেকে দায়িত্বরত আনসার সদস্যরা হলেন, মো.আনোয়ার, মো. রেদোয়ান ও মো. বেলায়েত।
সাংবাদিকের উপর হামলার খবর মুহুর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়লে ফয়’স লেকে ভিড় জমাতে থাকেন চট্টগ্রামের সংবাদকর্মীরা। দাবি জানানো হয় শাস্তির। উঠে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিন্দার ঝড়। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস এক বিবৃতিতে আনসার সদস্যদের হামলা, অশালীন আচরণের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষী আনসারদের ক্লোজ করে শাস্তির আওতায় আনার দাবি জানান। একই সাথে এ ঘটনাকে ন্যক্কারজনক আখ্যা দিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী
প্রতিবাদের মুখে কয়েক ঘন্টার মধ্যে হামলায় জড়িত তিন আনসার সদস্যকে ‘প্রত্যাহার’ করে নেওয়া হয়েছে বলে জানা গেছে।