ফয়সাল এলাহীঃ চট্টগ্রাম নগরীতে ট্রেনের ধাক্কায় জামাল উদ্দিন (৫০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (১৯ মে) সকাল নয়টার দিকে নগরের চান্দগাঁও থানার সিএমবির পাইকবাজার রেলবিট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জামাল উদ্দিন আনোয়ারা উপজেলার পূর্ব রা্মকোট এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই মো. আলাউদ্দিন তালুকদার জানান, ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Discussion about this post