চট্টগ্রাম নগরীর ইপিজেডে আড়াই বছরের শিশু মানিক হোসেনকে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে পিতার বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের পিতা মামুন হোসেন পলাতক রয়েছেন বলেও জানিয়েছে পুলিশ।
গত বুধবার বিকেলে ফ্রি-পোর্ট ২ নম্বর মাইলের মাথা ডাস্টবিন সংলগ্ন জনির কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভিকটিম শিশুর মা আম্বিয়া খাতুন কাজ শেষে বাড়ি ফিরে শিশুটির মুখে দাগ ও অচেতন অবস্থায় দেখতে পায়। পরবর্তীতে স্বামী-স্ত্রী একত্রে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার জন্যে বের হলেও শিশুটির পিতা ঘটনাস্থল থেকে তাৎক্ষণিকভাবে পালিয়ে যান।
বুধবার রাত ৮টার দিকে ভিকটিমকে প্রথমে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে তার স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবিরুল ইসলাম জানান,পিতার আঘাতে শিশুর মৃত্যু হয়েছে বলে মায়ের অভিযোগ। ঘটনার পর থেকে ওই শিশুর পিতা পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Discussion about this post