চট্টগ্রাম নগরীর কাজির দেউড়িতে বিএনপির নেতা কর্মী ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওযা এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় বেশ কয়েকজন পুলিশ ও বিএনপি কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। এসময় বিএনপির ৭ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেলে কাজির দেউড়ি বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজামউদ্দিন বলেন, বিএনপির পূর্ব নির্ধারিত প্রতিষ্ঠাবার্ষিকীর সভা ছিলো । এতে বিএনপির অনেক নেতাকর্মী যোগ দেন। হঠাৎ করে তারা বিনা উস্কানিতে পুলিশের উপর হামলা শুরু করে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করেছে।
সূত্র জনায় এদের অনেকেই পূর্বের মামলার আসামি।
Discussion about this post