নগরীর ডবলমুড়িং থানাধীন সুপারিওয়ালা পাড়ায় রবিবার রাত ৯ ঘটিকার সময় জাবেদ (২০) নামের এক যুবক কে বাসা থেকে ডেকে নিয়ে সামান্য কথা কাটাকাটির জের ধরে তলপেটে ছুরিকাঘাত করে বাবু(২১) নামের এক যুবক ।
পরে আহত যুবক কে স্থানীয়দের সহোযোগিতায় আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়। এ সময় খুনি বাবু ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় এলাকার লোকজন তাকে হাতেনাতে ধরে ফেলে । স্থানীয়রা থানায় ফোন দিয়ে বিষয়টি জানালে কর্তব্যরত উপ পরিদর্শক মোস্তাফিজ এবং তার সঙ্গীয় ফোর্স এসে খুনী বাবুকে আটক করে।
ছুরিকাঘাতে রক্ত ক্ষরণের কারনে সোমবার রাত নয়টার সময় জাবেদ মৃত্যুবরণ করে।
মৃত জাবেদ এর পরিবার ও এলাকাবাসি, খুনি বাবুর দ্রুত দৃষ্টান্তমূলক বিচারের দাবী জানান।
Discussion about this post