জাতীয় পরিচয়পত্র এবং জন্ম সনদসহ বিভিন্ন জরুরি সনদের ভুয়া কপি বানাতো তারা। বিভিন্ন মানুষের নামে ভুয়া পরিচয়পত্র থেকে শুরু করে বিভিন্ন সনদ বানিয়ে প্রতারণা করে আসছে এমন একটি চক্রের ৩ সদস্যকে আটক করেছে র্যাব।
এসময় তাদের কাছ থেকে ভুয়া সনদ বানানোর কাজে ব্যবহৃত ল্যাপটপ, প্রিন্টার সহ ভুয়া এনআইডি কার্ডও উদ্ধার করা হয়েছে ।
বুধবার (৫ মে) দুপুরে নগরের আগ্রাবাদ ও দেওয়ান হাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক প্রতারক চক্রের ৩ সদস্য হলো ডবলমুরিং থানার মোগলটুলি এলাকার মৃত ছবির আহাম্মদের ছেলে মো. ইমরান (২৭) এবং একই থানার সুপারী ওয়ালা পাড়ার মৃত ছাবের আহমেদের ছেলে মো. বেলাল হোসেন টিপু (৩৩)। অন্যদিকে কুমিল্লা জেলার লাকসাম থানার রাজাপুর এলাকার মো. আব্দুর রশীদের ছেলে মো. হোসাইন (২২)।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার। তিনি বলেন, বুধবার দুপুরে আগ্রাবাদ ও দেওয়ান হাট এলাকার এম এম এন্টারপ্রাইজ ও হোসাইন এন্টারপ্রাইজে তল্লাশি চালিয়ে প্রতারক চক্রের ৩ জনকে আটক করে র্যাব। এসময় দোকান থেকে ভুয়া জাতীয় পরিচয়পত্র, ওয়ারিশ সনদ, ছাত্রদের প্রশংসা পত্র, বিদ্যালয় পরিত্যাগ সনদ, জন্ম সনদ, ইউনিয়ন পরিষদের নাগরিক সনদ উদ্ধার করা হয়েছে।
তিনি আরো বলেন, এই সংঘবদ্ধ জালিয়াতি চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন মানুষের নামে ভুয়া পরিচয়পত্র থেকে শুরু করে বিভিন্ন সনদ বানিয়ে প্রতারণা করে আসছিল। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভুয়া সনদ ও তারা বিক্রি করতো।
আটককৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ডবলমুরিং থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব সহকারী পরিচালক নূরুল আবছার ।