বিশেষ প্রতিনিধিঃনগরীর কোতোয়ালী থানাধীন সিনেমা প্যালেস এলাকায় অভিযান চালিয়ে ১৮০০ পিস ইয়াবাসহ ইব্রাহিম (২৫) নামে ১ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।
জানা গেছে, শনিবার ২৭ জুলাই সকাল ১০:৪৫ মিনিটে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মিজানুর রহমান এর দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক হুমায়ুন কবির এর নেতৃত্বে এসআই শরীফ রোকনুজ্জামান, এএসআই দাউদ খান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন সিনেমা প্যালেস এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন। এসময় তার হেফাজতে থাকা ১৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবাগুলো বিক্রয়ের উদ্দেশ্যে বহন করছিল বলে সে স্বীকার করে।
গ্রেফতারকৃত ইব্রাহিম (২৫) কক্সবাজারের উখিয়া উপজেলার জামতলী রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-সি-৮ (লাল কার্ড নং-৩০৭২৬) এর আনু মিয়া ও রশিদা বেগমের ছেলে।
উক্ত ঘটনায় ইব্রাহিমের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।।