বিশেষ প্রতিনিধিঃচট্টগ্রাম নগরীর অক্সিজেনস্থ জামিয়া দারুল আফকার আল ইসলামীয়ার ২য় সাময়িক পরিক্ষা ২২জানুয়ারি মঙ্গলবার থেকে জামিয়ার সকল বিভাগে একযুগে শুরু হয়েছে,পরিক্ষা চলবে ২৮ জানুয়ারি সোমবার পর্যন্ত্ ,উক্ত পরিক্ষায় কিতাব বিভাগ জামাতে ইয়াজ দাহুম থেকে জামাতে মেশকাত, হেফজুল কুরআন বিভাগ ও মুতাফাররেকা বিভাগের সকল ছাত্ররা অংশগ্রহণ করেন।পরিক্ষা হল সুপার ছিলেন জামিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, লেখক ও গবেষক, হাদিস বিশারদ মাওলানা জাকারিয়া হাসনাবাদী। সহ হল সুপারের দায়িত্বে ছিলেন জামিয়ার মুহাদ্দিস মাওলানা মুফতি মুহাম্মদ শুয়াইব, শিক্ষাপরিচালক মাওলানা মোর্শেদুল আলম সিনিয়র শিক্ষক মাওলানা জাহেদুল ইসলাম,জামিয়ার মূখপাত্র, ত্রৈমাসিক আল আফকারের নির্বাহী সম্পাদক, মাওলানা হামেদ বিন ফরিদ আহমদ, মুফতী নুরুল বশর আজিজি,মাওলানা হেলাল উদ্দিন মিসবাহ সহ সকল শিক্ষকবৃন্দ।