বিশেষ প্রতিনিধিঃচট্টগ্রাম নগরীতে আরও দুজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া দু’জন আক্রান্ত ব্যক্তি হলেন নগরের আগ্রাবাদ এলাকার শান্তিবাগ ও হালিশহরের নয়াবাজার এলাকার। এ নিয়ে চট্টগ্রামে ৪৭ জন করোনার আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
শনিবার এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর।
তিনি জানান, বিআইটিআইডিতে ২ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) নমুনা পরীক্ষায় দুজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। আক্রান্ত দুই ব্যক্তিই পুরুষ।
একজনের বয়স ৩০, অন্যজনের বয়স ৪০। আক্রান্ত দুই ব্যক্তি থাকেন আগ্রাবাদের শান্তিবাগ এলাকায় ও হালিশহর নয়াবাজার এলাকায়। প্রসঙ্গত, বিআইটিআইডিতে এখন পর্যন্ত ২৪৩৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে এ পর্যন্ত ৮১ জন রোগী শনাক্ত হয়েছে।
এর মধ্যে চট্টগ্রাম জেলায় শনাক্ত হয়েছেন মোট ৪৬, চট্টগ্রামে শনাক্ত করোনা রোগীদের মধ্যে পাঁচজন ইতিমধ্যে মারা গেছেন এবং সুস্থ হয়েছেন ১২ জন ।
Discussion about this post