৭১ বাংলাদেশ ডেস্কঃঘটনার বিবরণ-০১ঃ অধিক রাত্রে যানবাহনের সংকট থাকায় অনেক সময় অনেক যাত্রী সিটি গেইট , এ কে খান , জিইসি মোড় বদ্দারহাট ও বিভিন্ন বাস স্ট্যান্ড থেকে সিএনজি শেয়ারিং করে গন্তব্য স্থলে যায়। ছিনতাইকারীরা মহানগরীর বিভিন্ন এলাকায় হইতে শেয়ারিং-এ একজন যাত্রী উঠায় এবং অপর দুইজন যাত্রী ড্রাইভারের পূর্ব থেকে নির্ধারিত সুবিধামত জায়গায় নিয়ে যাওয়ার পর ড্রাইভারের নির্ধারিত দুই ব্যাক্তি টার্গেট করে শেয়ারিং-এ উঠানো ব্যক্তিকে ছুরির ভয় দেখাইয়া তাহার কাছে থাকা মোবাইল, মানিব্যাগ নগদ টাকা সহ সর্বস্ব ছিনতাই করিয়া নিয়া যায়।
এরুপ লিটন মল্লিক (২৫) নামক জনৈক ব্যক্তি গত ২৪/১১/১৮ তারিখ রাত ০১.৪৫ ঘটিকার সময় সিএনজি শেয়ারিং যোগে লোকাল যাত্রী হিসেবে তাহার নিজ বাসা টাইগার পাসের উদ্দেশ্যে রওয়ানা হইয়া ইং ২৪/১১/১৮ তারিখ দিবাগত রাত অনুমান ০২.৩০ ঘটিকার সময় কোতোয়ালী থানাধীন সিডিএ এভিনিউস্থ পেট্রোল পাম্পের পরে বাঘের মূর্তির সামনে পাকা রাস্তার উপর পৌছামাত্রই সিএনজির অন্য যাত্রীদের দ্বারা ছিনতাইয়ের কবলে পরে এবং ছিনতাইকারীরা তাহাকে ছোরার ভয় দেখাইয়া তাহার কাছে থাকা নগদ টাকা, মোবাইল ছিনতাই করিয়া নিয়া যায়। উক্ত ঘটনায় ব্যবহৃত সিএনজি, সিএনজি ড্রাইভার ও তাহার অপরাপর দুইজন সহযোগীকে অভিযান পরিচালনা করিয়া গ্রেফতার করা হয়। ছিনতাইকৃত টাকা ও মোবাইল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানা ঃ ১। মোঃ শফিকুল ইসলাম (৩৮), পিতা-হায়দার আলী, মাতা-সাজেদা খাতুন, সাং-শরমাকান্দা, সিকদার বাড়ী, পোঃ-বাঁশকাইট, পাহাড়পুর ইউনিয়ন, থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা বর্তমানে-আগ্রাবাদ, চৌমুহনী, হাজীপাড়া, রানা জমিদারের কলোনী, বাসা নং-০১, থানা-ডবলমুরিং, জেলা-চট্টগ্রাম ২। মোঃ সোহেল (২৮), পিতা-মস্তু মিয়া, মাতা-আয়েশা বেগম, সাং-ইকরাম, দেবদার পাড়া, শফিউল্লাহ হাজীর বাড়ী, থানা-বানিয়াচং, জেলা-হবিগঞ্জ, বর্তমানে-আগ্রাবাদ, চৌমুহনী, হাজীপাড়া, আল মনির জামে মসজিদের গলি, আনিছ জমিদারের ভাড়াঘর, ২য় তলা, থানা-ডবলমুরিং, জেলা-চট্টগ্রাম ৩। মোঃ সালাউদ্দিন (২৪), পিতা-মোঃ জামাল মিয়া, মাতা-আফজান, সাং-শাহপুর, সানু সর্দারের বাড়ি, ৯নং ওয়ার্ড, নোয়াপাড়া ইউপি, পোঃ-শাহপুরা বাজার, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ বর্তমানে-আগ্রাবাদ, চৌমুহনী, হাজীপাড়া, আল আমিন হোটেলের গলি, মোশারফ জমিদারের কলোনী, বাসা নং-০২, থানা-ডবলমুরিং, জেলা-চট্টগ্রাম।
উদ্ধারকৃত আলামতের বর্ণনাঃ- ক) ০১টি সিএনজি গাড়ী যাহার নম্বর-চট্টগ্রাম-থ-১৩-৬৬৮২ ও ০১টি ঞওঞঅঘওঈ ব্র্যান্ডের মোবাইল ও নগদ ৮০০/-টাকা।
অভিযান পরিচালানা অফিসারদের নাম ও পদবী ঃ- এসআই/মোঃ আব্দুল্লাহ, এএসআই/জয়নাল আবেদীন, এএসআই/নাছের আহমেদ,কং/সিরাজুল ইসলাম, সর্ব কোতোয়ালী থানা, সিএমপি, চট্টগ্রাম।
ঘটনার বিবরন ০২ঃ- চট্টগ্রামে নিউমার্কেট,স্টেশন রোড, তিন পোলের মাথা এলাকায় সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্যরা শপিং করতে আসা ও অফিসগামী ব্যক্তিদের অথবা ট্রেন বা বাস থেকে নামা যাত্রীদের নিউমার্কেট ও স্টেশন রোড দিয়ে রিকসা বাস ও প্রাইভেটকার দিয়ে যাওয়ার সময় একটু অমনোযোগী হলেই ওৎ পেতে থাকা ছিনতাইকারীরা বিভিন্ন কৌশলে মোবাইল মানিব্যাগ দ্রুত গতিতে ছিনিয়ে নিয়ে রিয়াজউদ্দিন বাজার চলে যায়।এত দ্রুততার সাথে তাহারা এ কাজ টি করে যে তাহাদের পিছু নিয়ে ধরা সম্ভব হয় না। ধীরগতিতে চলা প্রাইভেট কারের জানালা খোলা থাকলে তাহারা উক্ত প্রাইভেটকারের থেকে মোবাইল মানিব্যাগ ছিনাইয়া নিয়া যায়। উক্ত ছিনতাইকারীদের প্রধান টার্গেট থাকে রিক্সা যোগে যাওয়া মহিলারা। শপিং অথবা অন্য কোনো কাজ শেষে যাওয়ার সময় ছিনতাইকারীরা কৌশলে তাহাদের মোবাইল হ্যান্ডব্যাগ ছিনাইয়া নিয়া যায়। ঘটনার সময় তিন ও চার জনের গ্রুপে ভাগ হয়ে নিউমার্কেট স্টেশন এলাকায় ছিনতাইকারীরা দীর্ঘদিন ধরিয়া ছিনতাই করিয়া আসিতেছে। উক্ত ছিনতাইকারী গ্রুপের ১১ জন সদস্যকে সনাক্ত ও বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করিয়া আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামী ও কিশোর অপরাধী ঃ- ০১) মোঃ সাদ্দাম হোসেন প্রকাশ রাজা(২৫) পিতা-মোঃ আব্দুল করিম মাতা-নুর জাহান বেগম সাং-পাথরঘাটা নজু মিয়া লেইন হাজী পেয়ার মাহমুদের বাড়ী থানা-কোতোয়ালী জেলা-চট্টগ্রাম ০২)সামশুল হক প্রকাশ সবুজ(২১)পিতা-আলম শাহমাতা-জাহানারা বেগমসাং-ওসখাইন আলম শাহ বাড়ী থানা-আনোয়ারা জেলা-চট্টগ্রাম বর্তমানে-নতুন চাকতাই ভেড়া মার্কেট নাছির সাহেবের কলোনী থানা-বাকলিয়া জেলা-চট্টগ্রাম ০৩) মোঃ হাসান প্রকাশ হাছান(২০) পিতা-মোরশেদ আলমমাতা-ফাতেমা বেগম সাং-শরীফ ভান্ডারীর বাড়ী (দীঘিরপাড়) থানা-মুরাদনগর জেলা-কুমিল্লা বর্তমানে-রেল স্টেশন এলাকায় ভাসমান থানা-কোতোয়ালী জেলা-চট্টগ্রাম ০৪)মোঃ তোফাজ্জল(২০) পিতা-রিপন ভূইয়া মাতা-রোকেয়া বেগমসাং-কান্দিপাড়া খলিলের বাড়ী থানা-বি-বাড়ীয়া সদর জেলা-বি-বাড়ীয় বর্তমানে-অক্সিজেন মোড়ের পাশে সুমনের ভাড়াটিয়া থানা-বায়েজিদ জেলা-চট্টগ্রাম ০৫) সাকিব(১৮) পিতা-মৃত মোঃ কাজল মাতা-মিনু আরা বেগম সাং-ষাটশোলা আইয়ুব মেম্বারের বাড়ী থানা-ব্রাক্ষ্মনপাড়া জেলা-কুমিল্লা বর্তমানে-কামাল গেইট কাওয়া স্কুলের পাশে থানা-বায়েজিদ জেলা-চট্টগ্রাম ০৬) মোঃ রাকিব(১৮) পিতা-মোঃ আক্তার হোসেন মাতা-রিনা বেগমসাং-মিজি বাড়ী বল খেলার মাঠের পাশে থানা-আশুলিয়া জেলা-ঢাকা বর্তমানে-মাদারবাড়ী দ্বীল মোহাম্মদের ক্লাবের পাশে গলিতে আলীর ভাড়াটিয়া থানা-সদরঘাট জেলা-চট্টগ্রাম ০৭) কিশোর অপরাধী মোঃ মামুন(১৬) পিতা-মৃত নাছির মাতা- নাছিমাসাং-ঢাকা পোস্তাগোলা থানা-শ্যামপুর জেলা-ঢাকা বর্তমানে-রেল স্টেশন এলাকায় ভাসমান থানা-কোতোয়ালী জেলা-চট্টগ্রাম ০৮) কিশোর অপরাধী মোঃ তানজিদ(১৬)পিতা-মোঃ হাবিবমাতা-ফরিদা বেগমসাং-মুরব্বির বাজার চৌধূরীর বাড়ী থানা-নাঙ্গলকোট জেলা-কুমিল্লা বর্তমানে-টাইগারপাশ বাটালী পাহাড়ের পাশে থানা-খুলশী জেলা-চট্টগ্রাম ০৯) কিশোর অপরাধী মোঃ দেলোয়ার(১৫) পিতা-জাকির হোসেন মাতা-মাজেদা বেগম সাং-লক্ষীপুর থানা-মুরাদনগর জেলা-কুমিল্লা বর্তমানে-রেল স্টেশন এলাকায় ভাসমান থানা-কোতোয়ালী জেলা-চট্টগ্রাম ১০) কিশোর অপরাধী মোঃ রবিউল(১৩) পিতা-মোঃ ময়নাল মাতা-রেখা বেগম সাং-মুহিতপুর থানা-মুরাদনগর জেলা-কুমিল্লা বর্তমানে-গার্ড স্কুল জনতা ব্যাংকের সামনে, জাম্বুর মার ভাড়াঘর থানা-খুলশী জেলা-চট্টগ্রাম ১১) কিশোর অপরাধী মোঃ উজ্জ্বল (১১) পিতা-মোবার মাতা-পাখি বেগমসাং-সাতরা সুলতান চেয়ারম্যানের বাড়ীর সামনে থানা-বুড়িরচং জেলা-কুমিল্লা বর্তমানে–রেল স্টেশন এলাকায় ভাসমান থানা-কোতোয়ালী জেলা-চট্টগ্রাম।
উদ্ধারকৃত আলামতের বর্ণনাঃ- ক) খবরের কাগজ দ্বারা মোড়ানো অবস্থায় ০১(একটি) কাঠের বাটযুক্ত লোহার তৈরী ছোরা যাহা কাঠের বাটসহ লম্বা ১৩.৮ ইঞ্চি খ) খবরের কাগজ দ্বারা মোড়ানো অবস্থায় ০১(একটি) কাঠের বাটযুক্ত লোহার তৈরী ছোরা যাহা কাঠের বাটসহ লম্বা ১৩.৬ ইঞ্চি গ) ০১(একটি) কাঠের বাটযুক্ত লোহার তৈরী ছোরা যাহা কাঠের বাটসহ লম্বা ১৩.৬ ইঞ্চি ঘ) ০১(একটি) কাঠের বাটযুক্ত লোহার তৈরী ছোরা যাহা কাঠের বাটসহ লম্বা ১২ ইঞ্চি ।
অভিযান পরিচালানা অফিসারদের নাম ও পদবী ঃ- এসআই/ কেএম তারিকুজ্জামান, এএসআই/ অনুপ কুমার বিশ্বাস, এএসআই/ মোঃ রুহুল আমিন, এএসআই/রনেশ বড়–য়া, এএসআই/২৯১৩ মোঃ আসাদুজ্জামান, কং/১৯৪রিটন বড়–য়া সর্ব কোতোয়ালী থানা, সিএমপি, চট্টগ্রাম।