চট্টগ্রামের নগরীর চৌমুহনী এলাকায় সীমানা প্রাচীর ভেঙে আহত আনোয়ারা বেগম (৮৫) মারা গেছেন।
শনিবার (৯ এপ্রিল) সকাল ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আনোয়ারা বেগম আগ্রাবাদ চৌমুহনী এলাকায় বাসিন্দা ছিলেন।
ডবলমুরিং থানার ডিউটি অফিসার রিতু আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে গত শনিবার (২ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় চৌমুহনী এলাকার হাসমত আলী শালকরের পাশের ভবনের দেয়াল ধসে পড়ে।
এতে ওই বৃদ্ধা সহ পাঁচ জন গুরুতর আহত হয়। পরবর্তীতে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তারা চিকিৎসাধীন ছিলেন।