চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ লক্ষ্যমাত্রা পূরণে মাঠে নেমেছে। টিকাদানের ক্ষেত্রে পিছিয়ে থাকা চট্টগ্রাম নগরকে এবার বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে এগিয়ে নিতে টিকাদানের সংখ্যা বাড়াতে তোড়জোড় শুরু করেছে। বুধবার থেকে সাত দিন ব্যাপী ‘বিশেষ ক্যাম্পেইন’ শুরু হচ্ছে। নগরের ৩টি কেন্দ্রে দেওয়া হবে ফাইজারের টিকা।
সেখানে টিকা নিতে কোন নিবন্ধনের প্রয়োজন হবে না। নগরের এম এ আজিজ স্টেডিয়াম, পাশের অফিসার্স ক্লাব ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এ তিনটি কেন্দ্রে সকাল থেকে দুপুর পর্যন্ত ১২ বছরের ঊর্ধ্বে যে কেউই সহজে টিকা গ্রহণ করতে পারবে। মঙ্গলবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী চিঠিতে জানান,ভ্যাকসিনের একটি ডোজও যেন নষ্ট না হয়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে বিধায় নগরের তিনটি শীতাতাপ নিয়ন্ত্রিত টিকাদান কেন্দ্রে মানুষদের টিকা দেয়ার কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
এদিকে জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া জানান, তিনটি কেন্দ্র থেকে ১২ বছরের ঊর্ধ্বের যে কেউই ফাইজারের ১ম ডোজ এবং ২য় ডোজের টিকা গ্রহণ করতে পারবেন। এছাড়া ১৮ বছরের ঊর্ধ্বের যে কেউই দ্বিতীয় ডোজের টিকা প্রাপ্তি ৪ মাস হলে বুস্টার ডোজের টিকা গ্রহণ করতে পারবে।
Discussion about this post