বিশেষ প্রতিবেদকঃচট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টুর জানাজা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) রাত ৯টায় চট্টগ্রাম নগরের প্যারেড মাঠে তাহার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে নগরের মিসকিন শাহ (রহ.) মাজারস্থ কবরস্থানে তাকে দাফন করা হয়।
টানা ৭ বারের নির্বাচিত এ কাউন্সিলরের জানাজায় অংশ নিতে সন্ধ্যা থেকেই প্যারেড ও আশপাশের এলাকায় আসতে শুরু করেন সাধারণ মানুষ, ভক্ত ও অনুসারীরা। জ্যেষ্ঠ এ কাউন্সিলরের জানাজায় অংশ নিয়েছেন চসিকের মেয়র এম রেজাউল করিম চৌধুরীসহ সাধারণ ওয়ার্ড কাউন্সিলররা। যোগ দিয়েছেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন চট্টগ্রামের জনপ্রিয় ও জননেতা গোলাম হায়দার মিন্টু কাউন্সিলর।
১৯৭৭ সাল থেকে এ পর্যন্ত ৭টি নির্বাচনে অংশ নিয়ে প্রতি নির্বাচনেই জয়লাভ করেছেন সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু। ১৯৮৮ সালে জাতীয় পার্টির শাসনামলে আওয়ামী লীগ নির্বাচন বর্জন করায় সেই নির্বাচনে অংশ নেননি। সর্বশেষ গত ২৯ জানুয়ারি নির্বাচনেও ১৬নং চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর পদে তিনি বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হন।
সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টুর মৃত্যুতে শোক জানিয়ে পৃথক বার্তা দিয়েছেন চসিক মেয়র এম রেজাউল করিম চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌওফেলসহ বিভিন্ন ব্যক্তি-সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।