৭১ বাংলাদেশ প্রতিনিধিঃগাউছুল আযম হযরত ছৈয়দ আহমদ উল্লাহ্ (কঃ) মাইজভান্ডারীর অন্যতম খলিফা আমিরুল আউলিয়া হযরত মাওলানা ছৈয়দ আমিরুজ্জমান শাহ (কঃ) এর ১৩৩তম বেলায়ত বার্ষিকী গত ১৪ জানুয়ারি ১ মাঘ সোমবার আমির ভান্ডার দরবার শরীফে অনুষ্ঠিত হয়। ওরশ শরীফের কর্মসূচীর মধ্যে ছিল দিনব্যাপী খতমে কোরআন, মিলাদ মাহফিল, জিয়ারত, তবারুক বিতরণ ও আখেরী মোনাজাত মাধ্যমে পরিসমাপ্তি ঘটে। ওরশ শরীফের শৃঙ্খলা নিয়ন্ত্রনের জন্য নির্দেশাবলী পালনসহ ওরশে মানত হাদিয়া স্বরূপ গরু, মহিষ ওরশের দিন রাত ১২ টার মধ্যে দরবারে আদবের সহিত গরু, মহিষকে উত্যাক্ত না করে ভক্তবৃন্দ আওলাদে পাকের হাতে প্রেরণ করেন। মহাসমারোহে অনুষ্ঠিতব্য বেলায়ত বার্ষিকীর সভাপতিত্ব করেন আমির ভান্ডার সংসদের সভাপতি আলহাজ্ব ছৈয়দ মামুনুর রশিদ শাহ্ আমিরী। প্রত্যেক মঞ্জিলের মধ্যে ভক্তবৃন্দের নিয়ে আওলাদে পাকগণ দোয়া মোনাজাত ও সেমা মাহফিল ব্যবস্থাপনা করেন।
Discussion about this post