বিশেষ প্রতিনিধিঃচট্টগ্রামের পটিয়া উপজেলার শান্তিরহাট চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই বাসের মুখোমূখি সংঘর্ষ ২ যাত্রী নিহত হয়েছে। নিহতারা হলেন- নোয়াখালী জেলার বাসিন্দা ওমর ফারুক (৩৮) কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার সাজ্জাদ হোসেনের পুত্র জাহিদ হোসেন (৩৭)। ১৭ জানুয়ারি শুক্রবার সকাল ১১টার দিকে দুই দুর্ঘটনা ঘটে।
শিকলবাহা হাইওয়ে পুলিশ জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামমূখী শ্যামলী পরিবহনের চেয়ারকোচ (ঢাকা মেট্রো ব-১৫-১৬২৪) শান্তিরহাট এলাকায় পৌছলে পটিয়ামূখী বিসমিল্লাহ পরিবহনের লোকাল বাসের (চট্টমেট্রো ব-১১-০১৩৩) মূখোমূখি সংঘর্ষ হয়। এতে জাহিদ ও ফারুক মারা যায়। আহতদের মধ্যে নিকা সুলতানা (২৮), মো. আরিফ (২৬), বাপ্পি মুক্তা (৩০), মিনু আকতার (৩৫) চমেক হাসপাতালে চিকিৎসাধীন।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি বিমল চন্দ্র ভৌমিক জানান, দুই বাসের মুখোমূখি সংঘর্ষে ২ যাত্রী নিহত হয়েছেন। তাদের মরদেহ চমেক হাসপাতালে রয়েছে। গাড়ি দুইটি তাদের হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের হয়েছে ।
গাড়ির চালক ও হেলপার পলাতক রয়েছে বলে তিনি জানান।