রাহনুমায়ে শরীয়ত ও ত্বরিকত আওলাদে রাসুল আল্লামা হাফেজ ক্বারী সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ.) এর বার্ষিক ওরশ গত ২৯ আগস্ট বুধবার বাদ মাগরিব চট্টগ্রাম পূর্ব মাদার বাড়ি খানকাহ-এ কাদেরীয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া পরিচালনা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র জয়েন্ট সেক্রেটারি আলহাজ্ব মুহাম্মদ সিরাজুল হক। প্রধান আলোচক ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার শয়খুল হাদিস আল্লামা হাফেজ সোলাইমান আনসারী। বিশেষ আলোচক ও অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় গাউসিয়া কমিটির চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ সাবেক কমিশনার, মহানগর গাউসিয়া কমিটির সভাপতি সভাপতি আলহাজ্ব আবুল মনসুর, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ সাদেক হোসেন পাপ্পু, প্রচার সম্পাদক আলহাজ্ব এরশাদ খতিবী, বন্দর থানা গাউসিয়া কমিটির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ সেলিম, ডবলমুরিং গাউসিয়া কমিটির সভাপতি আলহাজ্ব মীর মুহাম্মদ সেকান্দর হোসেন, হালিশহর তৈয়্যবিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আবুল হাসনাত আল কাদেরী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার মিদাররিস মাওলানা জসিম উদ্দিন আলকাদেরী। খানকাহ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি আলহাজ্ব মুহাম্মদ ফয়েজুর রহমানের সঞ্চালনায় অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী আবদুর রব, আলহাজ্ব গনি মিয়া, মুহাম্মদ ইলিয়াছ আলকাদেরী, হাফেজ আজহারুল হক আজাদ, মুহাম্মদ মুহাম্মদ সিদ্দিকুল ইসলাম, মুহাম্মদ আজাদ, দিদারুল আলম, আলহাজ সেকান্দর, আলহাজ্ব আজিজুর রহমান, আলহাজ্ব মুহাম্মদ এমরান, মুহাম্মদ শাহ আলম, জাবেদ আহমদ, হাফেজ আবদুল ওয়াহেদ, মুহাম্মদ রাসেদ, ইয়াকুব ইরফান, আলহাজ্ব আবদুল মালেক, আলহাজ্ব আইয়ুব দোভাষ, আলহাজ্ব রফিকুল আলম মন্জু, মুহাম্মদ দিদারুল আলম, সিরাজুদ্দৌলা বাবুল প্রমূখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামের নামে যখন ভন্ডামি ও বিকৃত মনভাব লালনকারীদের কালো থাবায় সরলমনা মুসলমানের ইমান আকিদা নস্ট করে মানুষকে জাহান্নামের পথে ধাবিত করছে, ঠিক সেই মুহুর্তে জমানার মুজাদ্দেদ হয়ে মদীনার ইসলামের সঠিক মর্মবানি নিয়ে শুভাগমন করেন আওলাদে রাসুল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ.)। হুজুর কিবলাহর দেয়া নেয়ামতের সঠিকমত কদর করে গাউসিয়া কমিটির ভাইদের মাঠে ময়দানে আরো সুচারুরূপে ঝাঁপিয়ে পড়ার আহবান জানান বক্তারা। পরে সালাত সালাম মিলাদ ও মুনাজাতের মাধ্যমে ওরশ সমাপ্ত হয়।