৭১ বাংলাদেশ প্রতিনিধি বোয়ালখালীতে উম্মে সালমা ইমু (২৩) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৩ জানুয়ারী, বুধবার বিকেলে উপজেলার পূর্ব কধুরখীল ইমাম নগর গ্রামের এ ঘটনা ঘটে। নিহত উম্মে সালমা ইমু পূর্ব কধুরখীল ৭নং ওয়ার্ডের প্রবাসী আবু ছৈয়দের স্ত্রী। একই ইউনিয়নের দক্ষিণ কধুরখীল ৪নং ওয়ার্ডের নুর মোহাম্মদের মেয়ে ইমুর গত এক বছর আগে তাদের বিয়ে হয়েছিলো। বিয়ে পর আবু ছৈয়দ বিদেশ পাড়ি জমান। গত ১ মাস ২২দিন আগে তিনি দেশে ফিরেন বলে জানিয়েছে স্থানীয়রা। নিহতের শ্বাশুড়ি ফেরদৌস বেগম বলেন, সকাল সাড়ে ৯টার দিকে ঘরে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় ইমুকে। গৃহবধুর বড় ভাই কামরুজ্জামান সোহেল জানান, বুধবার সকাল ৮টার দিকে ইমু মায়ের সাথে ফোনে কথাও বলেছিলো। এরপর দুপুরে এলাকাবাসীর থেকে খবর পেয়ে এ ঘটনা জানতে পারি। ঘটনার সময় ইমুর শ্বাশুড়ি ও স্বামী আবু ছৈয়দ বাড়িতে ছিলো। ঘটনার পর থেকে আবু ছৈয়দ পলাতক রয়েছেন। বোয়ালখালী থানার উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন বলেন, গৃহবধুর গলায় ওড়না পেচানো অবস্থায় সিলিং ফ্যানের সাথে ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত বলা যাবে। তদন্ত চলছে।