৭১ বাংলাদেশ প্রতিনিধি:বোয়ালখালী আহলা-দরবার শরীফ ১৮ই ফ্রেব্রুয়ারী মঙ্গলবার আউলাদে,রাসূল,(সাঃ)ও আউলাদে,গাউছে,পাক,(রহঃ),শরীফে,শুভ আগমন,মুজাদ্দেদে জামান, কুতুবুল আলম মাখদুম মোনেম পাকবাজ (রহ:) এর ১২ তম সাজ্জাদানশীন,বিশিষ্ট ইসলামী স্কলার, আর্ন্তজাতিক সুফী ব্যক্তিত্ব আওলাদে রাসুল সা: আওলাদে গাউসে পাক রহ: শাইখুল মাশায়েখ, রাহনুমায়ে শরীয়ত ও তরিকত সাইয়েদ শাহ প্রফেসর ড: শামিম উদ্দিন আহমেদ মোনেমি কিবলা(মাঃজিঃআঃ)জিয়ারতের উদ্দেশ্যে আহলা দরবার শরীফ এ উপস্থিত হন এ সময় মেহমানে আলা আউলাদে মোনায়েম পাকবাজ(রহঃ) কে পুষ্পমাল্য দিয়ে বরণ করেন আহলা দরবার শরীফ এর নায়েবে সাজ্জাদানশীন রওনকে আহলা দরবার শরীফ শাহজাদা মুফতি সৈয়দ মুহাম্মাদ মাঈনুল ইসলাম জুনায়েদ সাহেব,এ সময় হুজরের সফরসঙ্গী হিসাবে ছিলেন হযরতুল আল্লামা মুফতি ইব্রাহীম আল কাদেরী, হযরতুল আল্লামা ইরফানুল হক হাশেমী, হযরতুল আল্লামা ইদ্রিস আনসারী মাওলানা ফরীদ জামী সহ আরো অসংখ্য ওলামায়ে কেরাম।ও তরিকতে মাওলা গ্রুপ বাংলাদেশ এবং জিয়ারতে আওলিয়া কাফেলা কমিটি ও নব তারুণ্য কমিটির আশেকান গন উপস্থিত ছিলেন, শেষে আখেরী মুনাজাত পরিচালনা করেন শাইখুল মাশায়েখ, রাহনুমায়ে শরিয়ত ও তরিকত সাইয়েদ শাহ প্রফেসর ড: শামিম উদ্দিন আহমেদ মোনেমি কিবলা(মাঃজিঃআঃ)।
Discussion about this post