চট্টগ্রাম মহানগরের রেল স্টেশনে ট্রেনের ধাক্কায় মো. মিলন (৩৫) নামে আহত এক যুবক চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (২৩ জুন) বেলা ১২টার দিকে ওই যুবকের মৃত্যু হয়।
চমেক হাসপাতালেল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক শীলব্রত বড়ুয়া বলেন, ঢাকার শাহজানপুরের বাসিন্দা মিলন শুক্রবার (২২ জুন) রাতে নগরের রেল স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়ে চমেক হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা ১২টার দিকে তার মৃত্যু ঘটে।
মিলনের মরদেহ পরিবারকে হস্তান্তর করা হচ্ছে বলেও জানাগেছে ।