মোঃ ফয়সাল এলাহীঃ ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ডে ট্রাক–মিনিবাস ও পিকআপভ্যানের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক স্কুলছাত্রী নিহত ও তার মা’সহ আরো অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। (শনিবার) বিকালে উপজেলার ছোটকুমিরা বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করে। জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সীতাকুন্ড মুখী একটি যাত্রীবাহী সেইফলাইন পরিবহনের মিনিবাস উপজেলাধীন মহাসড়কের ছোট কুমিরার পুরাতন রাস্তা থেকে চারলেন অতিক্রম করে পশ্চিমপাশের সড়কে আসছিল। এ সময় চট্টগ্রামমুখী দ্রুতগামী পিকআপ ভ্যান যাত্রীবাহী সেইফ লাইনকে ধাক্কা দিলে সেটি ছিটকে গিয়ে অপর একটি ৭নং বাসের সাথে ধাক্কা খায়। এতে সেইফলাইন মিনিবাসে থাকা জারিফা (১০) নামের এক স্কুল ছাত্রী নিহত হয় এবং তার মা কোহিনুর আক্তার (৩৩) সহ অন্তত ১০ যাত্রী গুরুতর আহত হন। নিহত জারিফা কুমিরা ইউনিয়নের উত্তর মসজিদ্দা ভোলাইবাড়ির জসীম উদ্দিনের কন্যা এবং স্থানীয় ইউপি সদস্য মো. আলাউদ্দিনের ভাগিনী। জারিফা স্থানীয় রোজ গার্ডেন একাডেমির ৪র্থ শ্রেণীর ছাত্রী। তার মা কোহিনুর ঐ স্কুলের শিক্ষিকা ছিলেন। কুমিরা ইউপি চেয়ারম্যান মোরশেদুল আলম চৌধুরী বলেন, মহাসড়কের ছোটকুমিরা বাজারের বাইপাস সংযোগটি খুবই দুর্ঘটনা প্রবণ। এখানে পুরোনো সড়ক থেকে অত্যন্ত ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত ছোট সেইফলাইন ও বিভিন্ন মিনিবাস মূল সড়ক অতিক্রম করে পশ্চিমপার্শে আসা যাওয়া করে। ফলে এভাবেই দুর্ঘটনা ঘটছে। কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ মাসুদ বলেন, সেইফ লাইনটি চট্টগ্রামমুখী পিকআপটিকে তোয়াক্কা না করে ঝুঁকি নিয়ে পারাপারের সময় ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক স্কুলছাত্রী নিহত ও আরো অনেকে আহত হয়েছেন। জানাগেছে আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে ।