চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি)আয়োজনে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সিএমপি কার্যালয়ে কমিশনার মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মাসুদ উল হাসান, পুলিশ কমিশনার (ট্রাফিক) কুসুম দেওয়ান, পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আমেনা বেগমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
পুলিশ সদস্যের পাশাপাশি র্যাবসহ, সিআইডি, পিবিআই, এপিবিএন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় পুলিশ কমিশনার সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সবাইকে যৌথভাবে কাজ করার পরামর্শ দেন। এ সময় মাদক ও ছিনতাই প্রতিরোধে অধিকতর তৎপর হওয়ার পরামর্শ দেন তিনি।
Discussion about this post