চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে কল্যাণ সভা।পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে শুরু হওয়া উক্ত সভায় সিএমপি কমিশনার সকল পুলিশ সদস্যদের ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবনে নিয়মনিষ্ঠ ও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেন। সর্বোচ্চ পেশাদারিত্ব প্রদর্শনের মাধ্যমে নগরকে আরো অধিক নিরাপদ করার প্রত্যয় নিয়ে কাজ করার উপর গুরুত্ব প্রদান করেন।
তিনি পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের ক্ষেত্রে কাজের গুণগত মানের বিষয়ে সতর্ক হওয়ার নির্দেশ দেন। এসময় তিনি বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের সমস্যার কথা শুনেন এবং তাৎক্ষণিক সমাধানের নির্দেশনা প্রদান করেন।
সম্প্রতি উক্ত সভায় সিএমপি কল্যাণ ফান্ড হতে পুলিশ কমিশনার শিক্ষা সহায়ক বৃত্তি প্রাপ্তদের হাতে বৃত্তির টাকা তুলে দেন চট্টগ্রাম
মেট্রোপলিটন পুলিশ কমিশনার । এছাড়াও দীর্ঘ কর্মময় জীবনে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন শেষে পিআরএল এ গমনকারী পুলিশ সদস্য কনস্টেবল প্রদীপ বিশ্বাস ও প্রধান সহকারী আলাউদ্দিন হাওলাদারকে বিদায়ী শুভেচ্ছা জানান তিনি।
এসময় সভায় উপস্থিত ছিলেন, এম এ মাসুদ (অতিরিক্ত পুলিশ কমিশনার প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ কমিশনার আ স ম মাহতাব উদ্দিন (ক্রাইম এন্ড অপারেশন), আবদুল মান্নান মিয়া (অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক), মোঃ আব্দুল ওয়ারীশ (উপ-পুলিশ কমিশনার)সহ সকল উপ-পুলিশ কমিশনার, অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার,
সকল থানার অফিসার ইনচার্জ সহ বিভিন্ন স্তরের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Discussion about this post