৭১ বাংলাদেশ প্রতিবেদকঃচট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সদ্যঘোষিত কমিটির সভাপতি তানভীর হোসেন তপু ও সাধারণ সম্পাদক রেজাউল করিমকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নিয়েছে নেতাকর্মীরা। মঙ্গলবার (৮ মে) দুপুর ১টার দিকে ঢাকা থেকে রেলযোগে চট্টগ্রাম রেল স্টেশনে পৌঁছলে শতাধিক নেতাকর্মী তাদের ফুলেল শুভেচ্ছা জানান। পরে রেল স্টেশন এলাকা থেকে একটি বিজয় মিছিল বের করে উত্তর জেলা ছাত্রলীগ। মিছিলটি নগরের নিউ মার্কেট এলাকায় জেলা ছাত্রলীগ কার্যালয়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় উত্তর জেলা ছাত্রলীগের সাবেক নেতা এবং বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে গত ৫ মে শনিবার রাতে মিরসরাইয়ের তানভীর হোসেন তপুকে সভাপতি এবং ফটিকছড়ির রেজাউল করিমকে সাধারণ সম্পাদক করে উত্তর জেলা ছাত্রলীগের ২ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।