বিশেষ প্রতিনিধিঃআগামী ২৯ মার্চ অনুষ্ঠিতব্য চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনসহ বগুড়া-১, যশোর-৩ সংসদীয় আসনে উপ-নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। নভেল করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।শনিবার (২১ মার্চ) প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা তিনটি নির্বাচনই স্থগিতের তথ্য জানান।
স্বাস্থ্য অধিদপ্তরও বলছিল, ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণের ক্ষেত্রে সংক্রমণের ঝুঁকি আছে। কিন্তু তা উপেক্ষা করেই শনিবার ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনে উপ-নির্বাচনে ভোটগ্রহণের আয়োজন করে ইসি। তবে তিনটি স্থানেই ভোটার উপস্থিতি হয় নগণ্য সংখ্যক।
এর মধ্যেই দুপুরে সিইসি কে এম নূরুল হুদার নেতৃত্বে ইসির সভার পর বিকালে সংবাদ সম্মেলনে এসে ইসি সচিব মো. আলমগীর ২৯ মার্চের নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত জানান। তিনি বলেন, যদিও খুব সীমিত পর্যায়ে করোনার প্রভাব, তবুও সবার স্বাস্থ্যের কথা চিন্তা করে ২৯ মার্চের চট্টগ্রাম সিটি ও দুটি উপ-নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।
তিনি আরো বলেন, নির্বাচন অনিদিষ্টকালের জন্য বন্ধ থাকবে; করোনা পরিস্থিতির উন্নতি হলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।”
প্রসঙ্গত, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে এপ্রিলের মধ্যে বগুড়া-১, যশোর-৩ আসনের উপ-নির্বাচন করতে হবে ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন ভোট জুলাইয়ের মধ্যে করতে হবে, ,
Discussion about this post