৭১ বাংলাদেশ ডেস্কঃ-
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায়কে নিয়ে সারাদেশের মত চট্রগ্রামেও বিএনপির অরাজকতা ঠেকাতে নগরীর অাগ্রাবাদ মোড়ে ওমরগণি এম.ই.এস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের অবস্থান কর্মসুচি নেয়।সকাল থেকে বিকাল পর্যন্ত ডবলমূরিং থানা ছাত্রলীগের ব্যাবস্থাপনায় এই অবস্থান কর্মসূচী অব্যাহত ছিলো।এসময় সভাপতিত্ব করেন নগর ছাত্রলীগের ক্রিড়া সম্পাদক কাজী মাহমুদুল হাসান রনি,সঞ্চা্লনা করেন নগর ছাত্রলীগের উপ-অর্থ সম্পাদক আবু হানিফ রিয়াদ।এতে আরো উপস্থিত ছিলেন ওমরগণি এম.ই.এস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ নেতা এস এম মিসবাহ্,ফারুক আহমেদ অপু,মোহাম্মাদ সুলতান,মুহাম্মদ দিদার,মোহাম্মদ রাফা,ইসমাঈল,রবিউল হাসান রনি,মান্তু বৈদ্য,মোহাম্মদ সাকিব,আফ্রিদি,তানজিমুল হক চাঁদসহ আরো অনেকে।
Discussion about this post