চকবাজারে চোরাই মোবাইল বেচতে গিয়ে হাতেনাতে দুজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২ জুন) রাত ১১টার দিকে সিরাজউদ্দৌলা রোডের বালি আর্কেডের সামনে থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০টি চোরাই মোবাইল ও মোবাইল বিক্রির ২২ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন মো. ইমন মিয়া (২২) ও মো. খালেদ (২৪)।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর বলেন, বালি আর্কেডের সামনে চোরাই মোবাইল বিক্রির জন্য তারা অবস্থান করছিলো এমন গোপন তথ্যে সেখানে পুলিশের টিম অভিযান চালায়।
অভিযানে ১০টি চোরাই মোবাইল ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা করে আদালতে পাঠানো হয়েছে ।
Discussion about this post