চট্রগ্রামের প্রতিবাদি সাংবাদিক শেখ সেলিম
লেখকঃকবি-রফিকুল ইসলাম – সাংবাদিকতা মহান পেশা অতন্দ্র প্রহরী
তারা প্ররিশ্রমি নেই ঘুম নেই ক্লান্তি,
ছুটছে তারা সর্বদায় গ্রাম গন্জে,
শহরের অলিগলি যেখানে অন্যনায়,
অবিচার হত্যা, খুন,জুলুম,নির্জতন,চাঁদাবাজ,
সেখানেই সাংবাদিক তুলে আনছে খবরের ভীতরের খবর।
এমন একজন সাংবাদিক দেখেছি আমি
ছুটছে সে অভিরাম স্যতের সন্ধানে
কলম চলছে তাহার অন্যায়ের বিরুদ্ধে।
চট্রগ্রামের সু পরিচিত সাংবাদিক,, দৈনিক ৭১ বাংলাদেশ পএিকার সম্পাদক,,
শেখ সেলিম বাড়ী তাহার-পাঠানটুলি রোড নাজিরপুল
অপশক্তির কাছে মথা নত নাহি করে
ছুটছে অভিরাম স্যতের সন্ধানে।
চাঁদাবাজ, ভূমিদসু, রাঘববোয়ালরা
সাংবাদিক শেখ সেলিমের কলম থামাতে
বারংবার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তবুও শেখ সেলিম নীতির কাছে
অবিচল ভয়ভীতির উর্ধে উঠে,
মৃতুকে হাতের মুঠোনিয়ে
তুলে আনছে খবরের ভীতরের খবর
সেই খবর পৌছে যাবে মানুষের দাড়প্রান্তে
সাংবাদিক শেখ সেলিমের কলম চলুক
অন্যায়ের বিরুদ্ধে,স্যতের পক্ষে।
ছবি –সাংবাদিক শেখ সেলিম এর