চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়ন থেকে ১টি এসবিবিএল, ১টি ওয়ান শুটারগানসহ আলমগীর হোসেন হৃদয় (২৮) নামক এক যুবককে আটক করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
শুক্রবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল বাঁশখালী উপজেলার সরল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১টি এসবিবিএল ও ১টি ওয়ান শুটারগান উদ্ধারসহ একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আলমগীর হোসেন হৃদয় সরল ইউপির মধ্যম সরল পশ্চিম পাড়া (কালু বলির বাড়ী) এলাকার মফিজুল আহমেদ এর পুত্র।
শনিবার দুপুর ১ টার দিকে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান,উদ্ধারকৃত অস্ত্রগুলো দিয়ে সে স্থানীয়ভাবে এলাকায় প্রভাব বিস্তার ও প্রতিপক্ষকে ভয় দেখানো এবং মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও বহনে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহার করত।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বাঁশখালীর সরল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ১টি এসবিবিএল ও ১টি ওয়ান শুটারগান উদ্ধারসহ ১ জন কে আটক করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
Discussion about this post