চট্টগ্রামের বাঁশখালীতে র্যাব-৭ এর অভিযানে হত্যা, ধর্ষণ, অপহরণ এবং নারী ও শিশু নির্যাতন আইনের ১০ মামলার আসামিকে ২টি এসবিবিএল, ২টি ওয়ানশুটার গান এবং ১ টি কাটা রাইফেল সহ গ্রেফতার করে।
বুধবার দুপুর ২টার দিকে গােপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল সরল ইউনিয়নের দক্ষিণ সরল ২নং ওয়ার্ডের হাজিরখীল এলাকায় অভিযান
পরিচালনা করে মৃত হাজী শামশুল ইসলামের পুত্র নুর মােহাম্মাদ (৩৮) কে আটক করে। বৃহস্পতিবার র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মাে. নুরুল আবছার এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মাে. নুরুল আবছার জানান, চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয় বিক্রয় সহ অবৈধ অস্ত্র ব্যবহার করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম করে আসছে একটি চক্র।
গােপন সংবাদের ভিত্তিতে তারা সরল ইউনিয়নের দক্ষিণ সরল এলাকায় অবস্থানের খবর পেয়ে বুধবার দুপুরে অভিযান চালিয়ে ২টি
এসবিবিএল, ২টি ওয়ানশুটার গান এবং ১ টি কাটা রাইফেলসহ ১ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ।
প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয়সহ অবৈধ অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের কার্যক্রমের কথা শিকার করে।
সূত্র জানায় তার বিরুদ্ধে চট্টগ্রাম জেলার বাঁশখালী ও নড়াইলের লােহাগড়া থানায় চুরি, হত্যা, অপহরণ, নারী ও শিশু নির্যাতন এবং প্রতারণাসহ ১০টি মামলা রয়েছে ।
Discussion about this post