চট্রগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে ধর্ষণের অভিযোগে মোঃ মোস্তাক আহম্মেদ নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। রবিবার রৌফাবাদ মাজার গলি এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মোস্তাকের বাড়ি কক্সবাজারের সদর থানায় র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, বায়েজিদে এক ভুক্তভোগীর কাছ থেকে ধর্ষণের অভিযোগ পেয়ে তাৎক্ষণিক অভিযানে নামে র্যাবের একটি টিম।
গোপন সংবাদের ভিত্তিতে রৌফাবাদ মাজার গলি এলাকায় তার অবস্থান শনাক্ত করে তাকে আটক করতে গেলে র্যাব দেখে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
পরে র্যাব সদস্যরা তাকে ধাওয়া করে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি ধর্ষণের অভিযোগ স্বীকার করেছেন। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে বায়েজিদ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।