চট্টগ্রাম নগরের সড়ক ও ফুটপাত বেদখল হওয়া রুখতে কঠোর অবস্থানে রয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন। ফুটপাত ও রাস্তায় অবৈধ দখলদার হটাতে জিরো টলারেন্স ঘোষণা দিয়ে উচ্ছেদ অভিযানে নামে চসিক।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অস্থায়ী কার্যালয়ের সামনের কয়েকটি অবৈধ দোকান উচ্ছেদ করায় দুই ঘণ্টা ঘেরাও করে রেখেছে উচ্ছেদ হওয়া দোকানি ও বস্তিবাসীরা।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে টাইগারপাস এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশনঅস্থায়ী কার্যালয় ঘেরাও করে তারা।
চসিক বলছে, পার্কিংয়ের জায়গা বের করার জন্য চসিক কার্যালয়ের সামনের অবৈধ কিছু দোকানপাট উচ্ছেদ করা হয়। যাদের দোকানপাট উচ্ছেদ করা হয়েছে তারাই অবরোধ করার চেষ্টা করেছে।
চসিক কার্যালয় ঘেরাও করার বিষয় নিশ্চিত করে সিটি মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম জানান অবৈধ দখলদারদের উচ্ছেদ করায় কিছু মানুষ চসিক কার্যালয়ে অবস্থান করে। এখন কোনো সমস্যা নেই।
সূত্র জানায় ঘেরাও করার ঘটনার পর পরিস্থিতি স্বাভাবিক আনতে মেয়রের সঙ্গে বৈঠকে বসার আশ্বাস দেয় কর্তৃপক্ষ।
এ বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নিবার্হী কর্মকর্তা মো. শহিদুল আলম জানান সম্ভবত উচ্ছেদের কারণে অফিসের নিচে এসে জড়ো হয়েছে কিছু মানুষ।