চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদের
কেন্দ্রীয় সংগ্রাম কমিটির চলমান কর্মসূচীর অংশ হিসেবে গলাকাটা হোল্ডিং ট্যাক্স আইন বাতিলের দাবীতে শুক্রবার বিকেলে মাদারবাড়ী মিছিপুকুর লেইন এলাকাবাসীর উদ্যোগে এক উঠান বৈঠকের আয়োজন করা হয়।
গণ কল্যাণ পরিষদের সহ সাধারণ সম্পাদক হাজী শহীদুল হক বাবরের সভাপতিত্বে ও মোঃ ওয়াজেদুর রহমান জামাল মুরাদের সঞ্চালনায় মরহুম বাদশাহ সরদারের বাড়ীর চত্বরে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদের সভাপতি মোঃ নুরুল আবছার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদ সংগ্রাম কমিটির আহবায়ক মীর মোঃ ইসলাম, সদস্যসচিব সাবেক মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস পপি, যুগ্ন আহবায়ক মোঃ মনির হোসেন,
পশ্চিম মাদারবাড়ী সামাজিক উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক অলি আহমেদ।
এবং এতে আরো উপস্থিত ছিলেন তানভির হোসেন শাওন,বশির আহমেদ, মাস্টার সুফি ইউনুস,রাজিব আহমেদ,মোঃ নাইম, আমিরুল ইসলাম দিপু, আব্দুল লতিফ সহ উক্ত এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তি বর্গ।
উঠোন বৈঠকে নুরুল আবছার কে ফুলেল জানান উক্ত এলাকার বাসিন্দাবৃন্দ ।
উক্ত উঠোন বৈঠকে বক্তাগন অবিলম্বে ‘আপিল নাটক’বন্ধ করে চট্টগ্রাম নগরবাসীর ন্যায্য দাবী মেনে নেয়ার জন্য সিটি মেয়রের প্রতি আহ্বান জানান।
নতুবা কঠোর কর্মসূচির মাধ্যমে দাবি মানতে বাধ্য করা হবে বলে নেতৃবৃন্দ হুঁশিয়ারী দেন।
Discussion about this post