চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডের কাউন্সিলর নুরুল আমিনের পুত্রবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রেহেনুমা ফেরদৌস কাউন্সিলরপুত্র নওশাদুল আমিনের স্ত্রী।
তবে ছেলের পরিবারের দাবি এটি আত্মহত্যা। নিহতের দুই বছরের ১ টি কন্যা সন্তান রয়েছে।
শনিবার (২ জুলাই) সকাল ১০টায় লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, সকালে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। লাশের সুরতহাল করা হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর হয়েছে।
Discussion about this post