৭১ বাংলাদেশ প্রতিনিধিঃচট্রগ্রাম নগরীতে বায়েজিদ থানাধীন অক্সিজেন মোড় এলাকায় বাসে তুলে গার্মেন্টস শ্রমিককে ধর্ষণের কথা স্বীকার করেছে ইসমাইল (৩২) নামে আটক যুবক। মঙ্গলবার (৯ জুন) দুপুরে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে আটক যুবক ধর্ষণের কথা স্বীকার করেছে ।
সূত্র জানায় গত ৭ জুন সকালে অক্সিজেন মোড়ে কর্মস্থলে যাওয়ার পথে বৃষ্টির কারণে সড়কের একপাশে আশ্রয় নেয়। এসময় ইসমাইল ও তার এক সহযোগী ওই নারীকে রাস্তার পাশে পার্কিং করা একটি বাসে তুলে ধর্ষণ করে। ধর্ষণের পর তার কাছে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে কাউকে না জানাতে হুমকি দেয়।
মেয়েটি ওইদিন ভয়ে কাউকে ঘটনা জানায়নি ও থানায় কোনো অভিযোগ করেনি। পরে গত ৮ জুন সোমবার র্যাব-৭ কার্যালয়ে এসে লিখিত অভিযোগ দেয় ওই নারী। অভিযোগ পেয়ে অভিযানে নামে র্যাবের টিম। নগরের বায়েজিদ থানাধীন শহিদনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব সদস্যরা।
আটক মো. ইসমাইল শহিদনগর এলাকার নুর ইসলাম সর্দারের বাড়ির মো. আবু তাহেরের ছেলে। তার বিরুদ্ধে বায়েজিদ থানায় দুইটি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।