চট্রগ্রাম নগরীতে কদমতলী-মতিয়ারপোল সমাজ কল্যান পরিষদ এর উদ্দ্যেগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় ।
মহল্লা সভাপতি হাজী আবুল কালাম সর্দারের সভাপতিত্বে নগরীর কদমতলীতে হাজী আবুল খায়ের মেম্বারের বাড়িতে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিভিন্ন সর্দার এবং সদস্যবৃন্দদের নিয়ে মতবিনিময় সভায় ঈদে মিলাদুন্নবী(সঃ) উদযাপন করার লক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ নাসিম উদ্দিন। উক্ত সভায় উপস্থিত সকল সদস্যের সম্মতি ক্রমে পবিত্র ইদে মিলাদুন্নবী উদযাপনের সিধ্যান্ত গৃহিত হয়।
সভায় বক্তব্য রাখেন মহল্লার সাধারন সম্পাদক নুরুল আবসার , কামালুজ্জামান সর্দার,আব্দুল হামিদ সর্দার , আব্দুর রাজ্জাক সর্দার, ওয়াহিদুর রহমান মহসিন সর্দার, মজিবুর রহমান মজু, আব্দুল আলিম আলম,সুলতান আহাম্মদ ,হাজী গোলাম মহিউদ্দিন, আব্দুল মাবুদ, মোহাম্মদ হাসান , শেখ ইলিয়াস লিটন,মোহাম্মদ মামুন প্রমুখ।
সভা পরিচালনা করেন মোহাম্মদ এনামুল হক সর্দার
এবং সভার শুরুতে মিলাদ মাহফিল পরিচালনা করেন কদমতলী রওসন মসজিদ এর খতিব মওলানা মোহাম্মদ ইসমাইল।