চট্টগ্রাম নগরীর আদালত ভবন এলাকায় সিইউজে সদস্য আল আমিন সিকদার ও আসাদুজ্জামান লিমনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানব্বন্দন চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৮ আগস্ট সকাল ১১টায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানব্বন্দন করেছে সংবাদকর্মী বৃন্দ।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য, যমুনা টেলিভিশনের প্রতিবেদক আল আমিন শিকদার ও ভিডিওগ্রাফার আসাদুজ্জামান লিমনের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।
এ ঘটনায় দোষীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক মোঃ শামসুল ইসলাম।
সিইউজে নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রাম আদালতে পেশাগত দায়িত্ব পালনকালে সবসময় বিজ্ঞ আইনজীবীদের সহযোগিতা পেয়েছে সংবাদকর্মীরা। কিন্তু আইনজীবী পরিচয়ে আদালত প্রাঙ্গনে সাংবাদিকদের ওপর ন্যাক্কারজনক হামলা নিন্দনীয়।
এ ঘটনায় দোষীরা পার পেয়েগেলে আইনের শাসন প্রতিষ্ঠায় নিয়োজিত আইনজীবীদের নিয়ে সাধারণের জনমনে নেতিবাচক ধারণার সৃষ্টি হতে পারে।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের উচিত শিগগিরই জ্যেষ্ঠ আইনজীবীদের নিয়ে এ ঘটনায় দোষীদের চিহ্নিত করে সাংগঠনিক ও আইনী ব্যবস্থা নেয়ার আহবান জানান সিইউজে’র নেতৃবৃন্দ।
Discussion about this post