চট্রগ্রাম এবং সারা দেশের সকল স্তানে দেখা যায় অমুক বড় ভাই, তমুক ছোট ভাই, বিশেষ করে গুরুপিং করে কর্মীরাই হয় মিথ্যা মামলার শিখার,, কর্মীর মা, বাবা, ভাই, বোন হারায় তাদের পরিবারের সদস্যদের ,কর্মীরা রাজনীতি করুন তবে গুরুপিং নয়,, গুরুপিং একটি মারাত্মক ব্যাদী হিসেবে চট্রগ্রাম এবং সারা দেশে রুপ নিয়েছে,,কর্মীদের অজান্তে অনেক সময় নেতারাই আপোসে আত্বাত করে ফেলে ,কর্মীরা হয়ে যায় বলির বকরা ,সুতরাং সকল স্ত্যরের সকল কর্মীদের প্রতি আহবান করছি রাজনীতি করুন তবে গুরুপিংয়ে না জাড়ানোই উত্তম, অকালেই যেন আপনাদের পরিবারের কোন সদস্য প্রাণ না হারায় ,,লেখা লেখি করে কিশোরদের বাচানোর চেষ্টা করছি ,অন্ত্যত কিছু কর্মীর অথবা কিশোরদের উপকার হলে ও সেটাই হবে দৈনিক ৭১ বাংলাদেশ এর সফলতা,ধন্যবাদান্তে সম্পাদক শেখ সেলিম ।
Discussion about this post