জনতার কলামঃরোকন উদ্দিন জয়ঃসারা বিশ্বব্যাপী করোনা ভাইরাসের আতংকে মানুষ ।
চট্রগ্রাম ১৪নং ওয়ার্ডের অসহায় মানুষ গুলো এখনো কোন ধরনের সহযোগীতা এবং এান পায়নি বলে জানান চট্রগ্রাম টাইগার পাস PWO কলোনীর হত দরিদ্র আসহায় পরিবার ।
সূত্র জানিয়েছে উক্ত এলাকাতে গরিব দুঃখী মানুষের হাহাকার নেমে এসেছে , চট্রগ্রাম টাইগার পাস কলোনীর বাসিন্দারা এলাকার বিত্তবান শ্রেনির এবং ওয়ার্ড কাউন্সিলরের দীষ্টি আকর্ষন করছেন , করোনা ভাইরাসের লকডাঊনের কারনে উক্ত এলাকাতে না খেয়ে আছে অনেক পরিবার ।
এমন পরিস্তিতিতে সমাজের বিত্তবান শ্রেনির মানুষদের এগিয়ে আসার অনুরোধ জানান চট্রগ্রাম টাইগার পাস কলোনীর বাসিন্দারা ।
ছবি রোকন উদ্দিন জয়