৭১ বাংলাদেশ প্রতিনিধিঃজেলা প্রশাসক (ডিসি) মো. ইলিয়াস হোসেনের সরকারি মোবাইল নম্বর (০১৭১৩১০৪৩৩২) ক্লোন করে একাধিক ব্যক্তির কাছে কল দেওয়ার অভিযোগ পাওয়া গেছে ।
সোমবার ২ সেপ্টেম্বর এ ধরনের বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছেন জেলা প্রশাসকের স্টাফ অফিসার রাজিব হোসেন।
রাজিব হোসেন গণমাধ্যমকে জানান, ‘ডিসি স্যারের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে সকাল থেকে কয়েকজন ব্যক্তিকে কল দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। কারা এর সঙ্গে জড়িত- তা খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানানো হয়েছে।