বিশেষ প্রতিনিধিঃচট্রগ্রাম নগরীর আকবরশাহ্ থানাধীন কৈবল্যধাম এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ এনামুল হক অন্তু (২৪), মিজানুর রহমান সুজন (১৯), মোঃ নাজিম উদ্দিন (১৯), মোঃ সবুজ (১৮) ও মোঃ সুমন (১৮) নামের ৫ জনকে গ্রেফতার করেছে আকবরশাহ্ থানা পুলিশ।
জানা যায়, বুধবার ১১ সেপ্টেম্বর ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কৈবল্যধাম আশ্রম সংলগ্ন রেল লাইনের পশ্চিম পাশে একটি পরিত্যক্ত ভবনের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি দেশীয় তৈরি এলজি, ১ রাউন্ড কার্তুজ, ২টি টিপ চোরা ও ১টি লোহার রড উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে আকবরশাহ্ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, গ্রেফতারকৃতরা পেশাদার ডাকাত দলের সদস্য। তারা দীর্ঘদিন ধরে মহাসড়কে যানযটের মধ্যে আটকা পড়া গাড়ীর যাত্রীদের মালামাল, কখনও খোলা ট্রাক, লরী ইত্যাদি গাড়ীর মালামাল চুরি, ডাকাতি করে আসছিল।
তিনি আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আকবরশাহ্ থানায় অস্ত্র আইনে ও দন্ডবিধি আইনে পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে।্