মোঃ কামাল উদ্দিনঃচট্রগ্রাম নগরীর হালিশহর বিডিআর মাঠস্থ হাফুস ক্লাবে এতিমদের মাঝে ঈদ সামগ্রী বিতরণের একটি অনাড়ম্বর অনুষ্ঠান সুসম্পন্ন হয়েছে ৮ই জুন শুক্রবার বাদ জুমা ।
চট্রগ্রাম নগরীর,আগ্রাবাদ সরকারী কলোনী উচ্চ বিদ্যালয়ের ১৯৮৮ ব্যাচের প্রাক্তন বন্ধুদের সম্মিলিত এই প্রচেষ্টায় ছোট্ট এতিম শিশুদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার এই মহৎ উদ্যোগে ৮৮ ব্যাচের প্রাক্তন বন্ধুরা হালিশহর বিডিআর মাঠস্থ হাফুস ক্লাবে এতিমদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে থাকেন ।
বিশ্ব নবী হযরত মহাম্মদ (সাঃ) বলেছেন এতিমকে খাওয়ালে–পরালে আমাকে খাওয়ানো–পরানো হবে। ঈদের সামগ্রী বিতরণের এই পরম মুহূর্তে ৮৮ ব্যাচের বন্ধুদের এমন মায়াময় উপস্থিতি ছোট্ট অবুঝ এতিম শিশুদের অন্তত কিছু সময়ের জন্য হলেও তাদের অভাব, অনটন, অপ্রাপ্তির কথা ভুলিয়ে দিয়েছিল, যা এই ছোট্ট শিশুদের চোখে মুখে আনন্দের ঝিলিক আর পরম খুশী ফুটে উঠেছে।
৮৮ ব্যাচের বন্ধুরা এই ধরনের সামাজিক কর্মে নিজেদের ভবিষ্যতেও নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। প্রাক্তন যেসব বন্ধুরা প্রসারিত হাতে এ মহৎ উদ্যোগকে সফলতা দিয়েছে তাদের জন্য পরম করুণাময় এর কাছে অশেষ দোয়া প্রার্থনা করে মোনাজাত করা হয়।