২০ই অক্টোবর শনিবার দামপাড়াস্থ চট্টগ্রাম নগরীর মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশ ফুটবল লীগ ২০২১ এর “খ গ্রুপ” পর্বের এই খেলার উদ্ধোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম। চ্যাম্পিয়নশিপে ‘খ’ গ্রুপ পর্বের খেলায় সিএমপির প্রতিপক্ষ হিসেবে রয়েছে এসএমপি, চট্টগ্রাম রেঞ্জ ও সিলেট রেঞ্জ।
সূত্র জানায় এসময় সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার(প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমান, উপ-পুলিশ কমিশনার(সদর) মোঃ আমির জাফর সহ বিভিন্ন স্তরের পুলিশ সদস্যবৃন্দ ও খেলোয়াড়বৃন্দ সহ আরো অনেকে।