৭১ বাংলাদেশ প্রতিনিধিঃ স্কুল থেকে অফিস আদালত, সবখানে দেখা যাচ্ছে এমন হিজাব-পরা নারীদের। সালোয়ার কামিজ, শাড়ি কিংবা পশ্চিমা পোশাক সব পোশাকের সঙ্গে মিলিয়ে হিজাব পরছে নারীরা। শুধু ধর্মীয় কারণ নয়, সামাজিক নিরাপত্তা ও ধুলোবালি থেকে নিজেকে সুরক্ষার জন্য অনেকেই বেছে নিচ্ছেন এই হিজাব। কিছু কিছু টিনএজারের কাছে হিজাব এখন ফ্যাশনের একটি অনুষঙ্গ। অন্যদিকে বিশেজ্ঞরা বলছেন, ধর্মীয় রীতি, সামাজিক চাপ, সুরক্ষা, নিরাপত্তার স্বার্থেই হিজাবের ব্যবহার বাড়ছে। চট্রগ্রাম নগরীর মার্কেট সমূহে বিভিন্ন ডিজাইনের হিজাব বিক্রি হচ্ছে।
জানাগেছে পশ্চিমা বিশ্বের কিছু দেশে হিজাব পরা নিয়ে আদালতে মামলা পর্যন্ত হয়েছে। মুসলিমদের ওপর জোর করে হিজাব পরা যাবে না বলে আইন পাসের বিরুদ্ধে নারীরা প্রতিবাদ করছেন। ফ্রান্সে হিজাববিরোধী আইনের বিরুদ্ধে ইউরোপের মানবাধিকার আদালতে মামলা করেছেন এক মুসলিম নারী। ওই নারী বলেন, বোরকা ও হিজাব পরার জন্য পরিবারের পক্ষ থেকে তার ওপর কোনও ধরনের চাপ নেই। তিনি নিজস্ব ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতির কারণে হিজাব পরেন।সূত্র জানায় চট্রগ্রাম নগরীর বাসিন্দা বোরকা বা হিজাব পরার জন্য পরিবারের পক্ষ থেকে বাধ্যতা মূলক করা হয়েছে কারন হিসেবে সাজেদা বেগম বলেন নিজস্ব ধর্মীয় বিশ্বাস,ও সংস্কৃতি, বোরকা বা হিজাব পড়ে নারীদের পুরো শরীর ডেকে রাখা যায় তবে এটি কোন ফ্যাশন নয় ,পবিত্র ইসলামের একটি অংশ বোরকা বা হিজাব। সাজেদা বেগম আরো বলেন চট্রগ্রাম নগরীর বাসিন্দাদের অলংকার হলো বোরকা বা হিজাব তবে এটি নারীদের অলংকার ।