৭১ বাংলাদেশ প্রতিনিধিঃচট্রগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গী বাজার ব্রীজঘাট এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ মোঃ আবু তাহের(২৮) নামের ১ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।
সূত্র জানায় মঙ্গলবার ২২ অক্টোবর সকাল ৯:১০ মিনিটে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মিজানুর রহমান এর দিক নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) আসিফ মহিউদ্দীন এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক দেব প্রিয় দাশ এর নেতৃত্বে এসআই
মোঃ ইমাম হোসেন, এএসআই মোঃ মইনুল হোসেন, এএসআই পল্লব কিশোর সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গী বাজার ব্রীজঘাট এলাকায় অভিযান চালায়। এসময় ২০০ পিস ইয়াবাসহ মোঃ আবু তাহেরকে গ্রেফতার করা হয়।
উক্ত ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।