বিশেষ প্রতিবেদকঃচট্রগ্রাম নগরীতে আগ্রবাদ এলাকায় দুই কিশোর গ্যাংয়ের সংঘর্ষে ছুরিকাঘাতে মো. হাশেম (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ৪ জন। এ ঘটনায় আটক করা হয়েছে গ্যাংয়ের ২৪ জন সদস্যকে।
সূত্র জানায় বুধবার দুপুর ১২টার সময় আগ্রাবাদ জাম্বুরি পার্ক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হাশেম হালিশহর থানাধীন রঙ্গিপাড়ার বাসিন্দা। আহতরা হলেন- আরমান, রবিউল, ও সজীব।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ওই এলাকায় আগ্রাবাদ ইস্টার্ন বয়েজ ক্লাব নামে একটি সংগঠনের সদস্যরা বাইকস্ট্যান্ড করছিল। এতে সড়ক অবরোধ হয়ে যানচলাচল বন্ধ হয়ে যায়।
এসময় আটকা পড়া দুই রিক্সা যাত্রী সড়ক বন্ধ করে বাইকস্ট্যান্ডের প্রতিবাদ জানালে কিশোর গ্যাং এর সদস্যরা তার উপর হামলা চালায়। এঘটনার জের ধরে ২ পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে ছুরিকাঘাতে একজন নিহত ও ৩ জন আহত হয়।
অভিযান চালিয়ে ২৪ জনকে আটক করা হয়েছে বলে জানান ওসি মোহাম্মদ মহসীন।
Discussion about this post